কাহিনী সংক্ষেপ
"লাকি ভাই লিমিটেড" বাংলা ধারাবাহিক নাটকে- ঢাকার প্রভাবশালী ডন লাকি ভাই আন্ডারওয়ার্ল্ডের অপরাধমূলক কর্মকাণ্ডে সঙ্গে গভীরভাবে জড়িত। তার লোকেরা কেবল ঢাকাকে নিয়ন্ত্রণ করে না, প্রয়োজনে মানুষ খুনও করে। লাকির জীবনে সম্পৃক্ত লোকদের ঘিরে তার আরো গল্প রয়েছে এবং তার চারপাশের মানুষের থাকে নিজেদের গোপণ উদ্দেশ্য আর লক্ষ্য।