কাহিনী সংক্ষেপ
বাবার অস্বাভাবিক কৃপণতার কারণে এক পরিবারেরর তিন সন্তানের জীবন ঝুলে আছে। খানেওয়ালা বাড়বে বলে বাবা তাদের বিয়ে দেয় না। এই বাড়িতে জামাই আদরও পায় না। এদিকে দুই সন্তান ঘরজামাই হবার পরিকল্পনা করছে। তবে মেঝো ছেলে যখন দঁড়িবাবার খপ্পরে পড়ে মূল্যবান সম্পদ হারায় তখন কি ঘটবে? দেখছেন বাংলা ধারাবাহিক নাটক "হাড়কিপটে"।